সিলেটের ইতিহাসে রেকর্ড গড়ল সবুজকুঁড়ি’র ‘লা ইলাহা ইল্লাল্লাহ’
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০১৯, ৭:০৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা সবুজকুঁড়ি ইসলামি শিল্পী গোষ্ঠীর পরিবেশনা হামদে বারী তায়ালা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ইউটিউবে রিলিজের ৫ মাসের মধ্যেই পৌঁছে গেল ৫ মিলিয়ন সঙ্গীত প্রেমীদের কাছে। সবুজকুঁড়ি়র ক্ষুদে শিল্পী আরিফুল হক ফাহিম ও নাইম আহমদের কণ্ঠে ও নির্বাহী পরিচালক তাহমিদ জাহান নাফিসের দরদী সুরের গজলটি রিলিজ হওয়ার সপ্তাহখানেকের মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়। সবুজকুঁড়ির উত্তোরত্তর এগিয়ে যাওয়ার পথে এটি মাইলফলক হিসাবে প্রেরণা যোগাবে।
সবুজকুঁড়ির প্রধান পরিচালক রফীকুল ইসলাম মুবীনের কথামালায় নির্বাহী পরিচালক মামুনূর রশিদের স্ক্রিপ্ট রাইটে হামদটির স্টরি পরিচালনা করেন সবুজকুঁড়ির পরিচালক সুলতান আহমদ, কেরাত পরিচালক সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক মামুনূর রশিদ ও থিয়েটার পরিচালক তানভীর আহমদ চৌধুরী।
শাহ নাঈব জাহান সম্পাদিত দ্যা এনিমেট প্রোডাকশন পরিবেশিত এ সঙ্গীতটি সবুজকুঁড়ি টিভি চ্যানেলের সর্বাধিক প্রচারিত সংগীত। ইসলামী ইউটিউব চ্যানেলের মধ্যে নিজেদের চ্যানেল থেকে সিলেটের ইতিহাসে এটি রেকর্ড গড়ল।
আসন্ন মাহে রামাদ্বান উপলক্ষে সবুজকুঁড়ির নিত্য নতুন কয়েকটি চমকপ্রদ পরিবেশনাও থাকবে বলে জানা গেছে।