কমলগঞ্জে সুজা কলেজের অফিস কক্ষের তালা ভেঙে চুরি
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৯, ৪:১০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ২টি অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, মডেমসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোর্শেদুর রহমান বলেন, কলেজের পাহারাদার রাত সাড়ে ৯টায় খাবার খেতে চলে যাওয়ার পর চোরচক্র কলেজের দুটি অফিস কক্ষের তালা ভেঙে দুইটি স্টিলের আলমারি, ওয়ার্ডড্রপ ভাঙচুর করে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, মডেমসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এতে কলেজের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। চুরির এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মোর্শেদুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
শমশেরনগর ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, চুরির খবর পেয়ে সরেজমিন তদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তবে কারা এসব ঘটনার সাথে সম্পৃক্ত তা গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার দিবাগত রাতে শ্রীসূর্য্য রথেরটিলা বাজারে চারটি দোকান, সোমবার দিবাগত রাতে শমশেরনগর বাজারের একটি টেইলার্স ও ক্লথ দোকানে চুরির ঘটনা ঘটে। গত সপ্তাহে পতনঊষার বাজার ও শ্রীরামপুর বাজারেও অনুরূপ চারটি দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি হয়।