মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৯, ৬:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহরে র্যালি বের হয়। র্যালিটি কোর্ট রোড, সেন্ট্রাল রোড, সিকান্দার আলী সড়ক ও সৈয়দ মুজতবা আলী সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
এরপর সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন শাজাহান কবীর চৌধুরী, পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।