মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহে র্যালি ও আলোচনা
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৯, ৩:২২ অপরাহ্ণ
‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ইত্যাদিভ
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বায়োজিদ খানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুকন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পিটিআই সুপার এ,কে,এম স্ইাফুল হাসান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আমিরুল কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তীর. সদর উপজেলা শিক্ষা অফিসার হোসনে খানম প্রমুখ।