রাজনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাল মিয়ার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৫:২১ অপরাহ্ণ
আমি মানুষের বাড়িতে কাজ করেছি। আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন- আমাকে আর্থিকভাবে সচ্ছল করেছেন। গরিব-দরিদ্র মানুষের যন্ত্রনা আমি বুঝি। মুদি যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে সাধারণ মানুষর জন্য আমি কেন ভাইস চেয়ারম্যান হতে পারবো না? আমি সাধারণ মানুষের সেবায় কাজ করতে চাই। রাজনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ‘চশমা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আলাল মিয়া এসব কথা বলেন। আজ মঙ্গলবার বিকাল আড়াইটার সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলাল মিয়া কয়েকজন প্রার্থীর কথা উল্লেখ করে বলেন, আমি ভোটে বিজয়ী হই বা পরাজিত হই। তাতে কিছু যায় আসে না। কিন্তু কয়েকজন প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যারা এসব করেছে বাস্তবে তাদের ভোটই নেই। নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই তারা আমার সঙ্গে এসব করছেন।
নির্বাচনে আইনশুঙ্খলা বাহিনীর অবস্থান কী হবে এনিয়ে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাহজালের বক্তব্য আমাকে আশ্বস্থ করেছে। আশা রাখি সুষ্ঠু ভোট হলে চশমা প্রতীকে সাধারণ খেটে খাওয়া মানুষ আমাকেই ভোট দেবেন। সার্বিক পরিস্থিতির উপর তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের সাঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সহসভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, কামরুল আহমদ, রাজন আহমদ, সৈয়দ ফুয়াদ হোসেন, মুবিন খান, সাইদুল ইসলাম প্রমুখ।