ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে ছাড় দেয়া হবে না-এসপি শাহ জালাল
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৫:০৯ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনগর থানার আয়োজনে গতকাল সোমবার রাত ৯টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল (বিপিএম, পিপিএম সেবা)। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে পুলিশ একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের সুন্দর পরিবেশ কেউ বিঘ্নিত করলে পুলিশ কোনো ছাড় দিবে না। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো শৃঙ্খলাভঙ্গ ও আচরণবিধি অমান্য যেন না হয় সেদিকে সজাগ থাকতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, যাদের বিরোদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড়া নিরীহ কাউকে গ্রেফতার করে হয়রানি করা হবে না। এই নির্বাচনের ৭/৮ দিনে আমি কোনো প্রার্থীকে চিনবো না। যারা সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইবে তাদের ছাড় দেয়া হবে না। রাজনগর থানার ওসি শ্যামল বণিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আছকির খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী শাহজাহান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী সাতির মিয়া, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমদ, সাইফুল আহমদ ছফু, আলাল মিয়া, ডলি বেগম, মুক্তি চক্রবর্তী, হাসনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিলন বখত, শামছুননূর আহমদ আজাদ, নকুল চন্দ্র দাশ, সাংবাদিক শংকর দুলাল দেব প্রমুখ।