রাজনগরে নারী দিবসে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৫:০৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর স্যোসাল এ্যাডভোকেসি এ্যান্ড নলেজ ডিসেমিনেশন ইউনিটের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করে হীড বাংলাদেশ।
সকালে রাজনগর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. ছয়ফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, হীড বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন প্রমুখ।