রাজনগরে রহস্যজনক আগুন : ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৯, ৭:১৪ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের একটি বসতবাড়িতে রাতের আঁধারে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতঘরের মূল্যবান আসবাবপত্রসহ গোয়ালঘরের গরু বাছুর পোড়ে মারা গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে গত ১০ মার্চ রাত আনুমানিক ১টার দিকে বেতাহুঞ্জা গ্রামের আশিকুর রহমানের বাড়িতে। আশিকুর রহমানের পরিবারের দাবি, শত্রুপক্ষ পরিকল্পিতভাবে আশিকুর রহমানের পরিবারকে নিঃস্ব করে দেওয়ার উদ্দেশ্যে এই আগুন লাগিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সরেজমিন আশিকুর রহমানের মায়ের সাথে কথা বলে জানা যায়, রাতের আঁধারে ঘরে ধোঁয়া দেখে তিনি কোনমতে ঘর হতে বের হতে পারলেও বসতঘরের কোন কিছুই আর রক্ষা করা যায়নি। চোখের পলকেই শোয়ার ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। এতে ঘরের মূল্যবান আসবাবপত্র, নগদ টাকাপয়সা, দামি কাপড়-চোপড়সহ ৮/১০টি গরু, ছাগল পোড়ে ছাই হয়ে যায়। তার দাবিÑ তার ছেলে আশিকুর রহমানকে যারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মাদক মামলায় অভিযুক্ত করে কারাবন্দি করে রেখেছে তারাই এই ভয়ানক অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তিনি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চান।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশিদের সাথে কথা বলে জানা যায়, আশিকুর রহমানের সাথে এলাকার সরকার সমর্থক একটি প্রভাবশালী মহলের দীর্ঘদিন ধরে জায়গাজমিসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছে। এদের দায়ের করা মামলায় আশিক বর্তমানে জেল হাজতে রয়েছে। তারা এই অগ্নিকান্ডের সুষ্ঠুতদন্ত পূর্বক বিচার চান।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঘটনার সাথে প্রতিপক্ষের কোন যোগসূত্র আছে কি না তা তদন্ত করে দেখা হবে।
এই রিপোর্ট লিখার সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।