কমলগঞ্জ জাতীয় দুর্যোগ প্রস্তুতির র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৫:০৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জে ‘দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি ও দুর্যোগে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগে করণীয় শীর্ষক এক মহড়া শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন।
র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার শিক্ষক শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও নানা পেশার মানুষজন অংশগ্রহণ করেন।