শ্রীমঙ্গলে গনধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৯, ৪:৩৫ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
শ্রীমঙ্গলের হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল ৯ মার্চ শনিবার রাত ৮টার দিকে গণধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল র্যাব-৯ এর সদস্যরা।
র্যাবের সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসপি মো আনোয়ার হোসেন ও এএসপি একেএম কামরুজ্জাামান। গ্রেফতারকৃত আসামী মো. তোফায়েল মিয়া (২০), পিতাÑ আব্দুস সালাম। তার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার বাঘেরখাল গ্রামে। তোফায়েল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের বাহুবল মডেল থানায় গত ২৪ ফেব্রুয়ারি তামান্না আক্তার সাথী (১৩) বাদী হয়ে মামলা দায়ের করেন। তোফায়েল এজাহারনামীয় ২নং আসামী।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি স্কুল থেকে বই মেলায় যাওয়ার কথা বলে তাকে বৃন্দাবন চা বাগানের টিলার ভিতরে জোরপূর্বক গণধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ আছে।
গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তরর করা হয়েছে ।