রাজনগরে পূর্ব বিরোধের জেরে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০১৯, ৬:২০ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে জসিম মিয়া (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত সোনা উল্লাহ মিয়ার ছেলে মজমিল মিয়া ও তছকির মিয়ার মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। গত ৬ মাসে উভয় পক্ষে এনিয়ে ৪টি মামলাও হয়েছে। গতকাল শুক্রবার (৮ মার্চ) বিকাল সাড়ে চারটার বৈদ্যুতিক খুটি স্থাপন নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তছকির মিয়া, রায়না বেগম, সায়রা বেগম, আনোয়ারা বেগম, আব্দুল মতিন, জলি বেগম আছকির মিয়া, তাদের মা ফুলেছা বিবিসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মৌলভীবাজার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত তছকির মিয়ার ভাগ্না জসিম মিয়াকে (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতলে ভর্তি করা হয়। পরে জসিম মিয়া আজ শনিবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান।
এদিকে এ ঘটনার পর থেকে মজমিল মিয়া ও তার ছেলেরা পলাতক রয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে রাজনগর থানায় নিহত জসিম মিয়ার পিতা আব্দুল হামিদ বাদী হয়ে মামলা করেছেন।
নিহত জসিম মিয়ার মামা তছকির মিয়া বলেন, আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার বিকালে কারেন্টের খুটি স্থাপন নিয়ে কতা কাটাকাটি হয়। এসময় মজমিল মিয়া তার ছেলে ও আরো কয়েকজন বাহিরের লোক এসে আমাদের ওপর হামলা চালায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যমল বণিক বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল হামিদ বাদি হয়ে থানায় মামলা করেছেন। এখন ধারা পরিবর্তন হয়ে হত্যা মামলার ধারা যুক্ত হবে। পুলিশ আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে।