সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ
কমলগঞ্জে নৌকার প্রার্থীর বিপক্ষে প্রচারণায় আ’লীগের এমপি!
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০১৯, ২:৪৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে প্রচারণা করছেন স্থানীয় এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিভিন্ন অনুষ্ঠানে নিজ ভাইয়ের হয়ে কাজ করছেন যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করছেন। গতকাল ৮ মার্চ সকাল ১১টায় নৌকার প্রার্থী কেন্দ্রীয় আ’লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান কমলগঞ্জের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। এবার আ’লীগের প্রার্থীর সাথে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন এমপি আব্দুস শহীদের আপন ছোট ভাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক রফিকুর রহমান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এর আপন ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল। ৬ বার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত এমপি আব্দুস শহীদ এবার নিজ ভাই ইমতিয়াজ আহমদের পক্ষে অবস্থান নিয়েছেন। এমপি সরকারি প্রটোকল ব্যবহার করে কমলগঞ্জের সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরকারি উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিসহ নানাভাবে নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণ করে ভোটারদের ভাইয়ের পক্ষে আনার চেষ্টা করছেন। আওয়ামী লীগ মনোনীত একজন এমপি হয়ে তিনি আজ আওয়ামীলীগ ও নৌকা মার্কার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের নেতাকর্মীদেরও দলের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বানসহ নানা অপচেষ্টা করছেন এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করছেন। আব্দুস শহীদ এমপি নিজ এলাকায় অবস্থান করে তাঁর ভাইকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার যে নানামুখী তৎপরতা একজন সংসদ সদস্য হিসাবে আচরণবিধি লঙ্ঘনেরও সামিল।
রফিকুর রহমান আরও বলেন, সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের এসব অভিযোগ বিষয়ে গত ৫ মার্চ রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। সংসদ সদস্যের এসব কর্মকান্ডের তিনি তীব্র নিন্দা জানান তিনি।
এদিকে অভিযোগ সম্পর্কে মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ মোবাইলফোনে বলেন, সরকারি উন্নয়নমূলক কর্মকান্ডে ও সভা সমিতিতে উপস্থিত থাকলেও নিজের ভাই এর পক্ষে কোন প্রচারণা করিনি। এছাড়াও কোন চেয়ারম্যান/মেম্বারদেরকে নির্বাচন বিষয়ে কোন চাপ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, নিজ বাড়িতে আসার পর একজন সংসদ সদস্য হিসেবে চেয়ারম্যান/মেম্বারসহ নানা পেশার মানুষজন দেখা করতে আসতে পারে এটাই স্বাভাবিক।