নাগরিক সংবর্ধনা কাল : তোরণের শহর মৌলভীবাজার
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৯, ৭:১১ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার ৩টি আসন থেকে নির্বাচিত আ’লীগের তিন সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা দিবে মৌলভীবাজার পৌরসভা। আগামীকাল শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেয়া হবে। এদিকে সংবর্ধনাকে কেন্দ্র করে সংবর্ধিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে শহরে লাগানো হয়েছে অর্ধ শতাধিক তোরণ। মৌলভীবাজার পৌর এলাকা তোরণের শহরে পরিণত হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে আগামীকাল বিকেলে পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা দেয়া হবে মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিনকে। এছাড়াও সংবর্ধনা শেষে সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন খ্যাতনামা তরুণ শিল্পীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা শহরের কোর্ট রোড, শাহ মোস্তফা সড়ক ও চৌমোহনা এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তৈরি করা হয়েছে অর্ধ শতাধিক তোরণ। সড়কের বিভিন্ন পাশে টাঙানো হয়েছে বিলবোর্ড ও ফেস্টুন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মৌলভীবাজার শহরে।