রাজনগরে নৌকার প্রার্থী বিপক্ষে আ’লীগের ৩ ও স্বতন্ত্র ১ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ৮ মার্চ ২০১৯, ৬:৩৯ অপরাহ্ণ
ভোটগ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাত-দিন সমানতালে প্রার্থীরা ব্যস্থ সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। তবে চেয়ারম্যান ভ্ইাস চেয়ারম্যানরা প্রচারণায় সরগরম থাকলেও নারী ভাইস চেয়াম্যান প্রার্থীরা নিবৃতেই চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার কাজ। এখনো মাইকিং শুনা যায়নি তাদের। এদিকে নৌকার বিপক্ষে আওয়ামী লীগেরই ৩ প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বীতা করায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এতে নৌকার প্রার্থীর বিজয় নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে।
রাজনগর উপজেলায় এবার দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আছকির খান। দলীয় মনোয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই (আনারস), ছাত্রলীগের রাজনগর উপজেলা সভাপতি শাহজাহান খান (কাপ-পিরিছ), মুন্সীবাজার ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ’লীগ সদস্য সাতির মিয়া (দোয়াত-কলম), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন (মোটরসাইকেল)।
এদিকে চা ও হাওরের রাজ্য হিসেবে পরিচিত রাজনগর উপজেলায় দলীয় মনোনয়ন পেয়ে বিপাকে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছকির খান। তাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা আ’লীগেরই তিন নেতা। আওয়ামীলীগ নেতাদের মাঝে একটি গোপন সমোঝতার উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। ফলে সবাই নৌকার প্রার্থীর বিপক্ষে প্রচারণা করছেন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রবাসী শাহজাহান খান নির্বাচনি মাঠে নবীন হলেও ভোটরাদের কাছে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। অপরদিকে উপজেলা আ’লীগের সভাপতি মিছবাহুদ্দোজা প্রথম উপজেলা নির্বাচন থেকেই প্রতিদ্বন্দ্বীতা করে আসছেন। দুইবার বিজয়ী হলেও দুইবার পরাজিত হয়েছেন। তিনি আশা করছেন হতাশাগ্রস্ত মানুষ তাকে নিরাশ করবে না। জনগনের ভোটে তিনি বিজয়ী হবেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাতির মিয়া এর আগে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনী মাঠে অভিজ্ঞ থাকলেও উপজেলা নির্বাচনে এবারই প্রথম। তার পক্ষের লোকজন বলছেন ভাটি অঞ্চল ও নির্যাতিত মানুষ তাকেই ভোট দেবন।
এছাড়া নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আছকির খানের বিপক্ষে মানুষের ক্ষোভ থাকলেও স্থানীয় আওয়ামীলীগ নেতারা তার পক্ষে জোড় দিয়ে নেমেছেন। তারা দাবী করছেন, নৌকার প্রার্থীকে শূন্য থেকেই তারা এগিয়ে নিয়ে বিজয়ী করবেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদুজ্জামান আনছারী মনাই, ফারুক আহমদ (তালা), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল আহমদ ছফু (টিউবওয়েল), উপজেলা আ’লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনাদি রঞ্জন দাশ (উড়োজাহাজ) ও আলাল মিয়া (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম (পদ্ম ফুল), সাবেক ইউপি সদস্য মুক্তিরানী চক্রবর্তী (কলস), সুমাইয়া সুমি (বৈদ্যুতিক পাখা), হাসনা আক্তার (ফুটবল) ।