মৌলভীবাজারে ৭ই মার্চে আ’লীগের শ্রদ্ধাঞ্জলী
প্রকাশিত হয়েছে : ৭ মার্চ ২০১৯, ৪:৫৭ অপরাহ্ণ
ঐতিহাসিক ৭ই মার্চে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে আ’লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা আ’লীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড.রাধাপদ দেব সজলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মৌলভীবাজার পৌরসভার মিলনায়তনে জেলা আ’লীগ সহ সভাপতি মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান। এদিকে শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমিতে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।