মৌলভীবাজারে জাতীয় পাট দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬ মার্চ ২০১৯, ৫:০৩ অপরাহ্ণ
‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই স্লোগানে মৌলভীবাজারে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে র্যালীটি শহর প্রদক্ষিণ করে পুণরায় একই জায়গায় এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় রোকন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ প্রমুখ।