মৌলভীবাজার সদর উপ-নির্বাচনে লিটন ইউপি সদস্য নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৪ মার্চ ২০১৯, ১:৪২ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচনে গত বৃহস্পতিবার মো. লিটন আহমদ ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অপর ৩ প্রার্থী।
সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রিটার্নিং অফিসার কামরুজ্জামান সরকার জানান, ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯নং ওয়ার্ডের ১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. লিটন আহাম্মদ ৫৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদ ১৭৯ ভোট পান। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্রার্থীদের মধ্যে সাজু আহমদ সাধু ৭৯ ভোট, কয়ছর আহমদ ১৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে ১৪২৭জন ভোটারের মধ্যে ৯৬৩ জন ভোটার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ আগস্ট কনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেল মেম্বার মো. ছালিকুর রহমান এর মৃত্য হয়। এতে এই পদ শুন্য হয় বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। বিজয়ী মো. লিটন আহমদ মরহুম মেম্বার ছালিকুর রহমানের পুত্র।