কমলগঞ্জে মানসিক প্রতিবন্ধী মেয়ে অন্তঃসত্তা, থানায় লিখিত অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৪ মার্চ ২০১৯, ১:১২ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে মদনমোহনপুর চা বাগানের এক চা শ্রমিকের মানসিক প্রতিবন্ধী যুবতী মেয়ে অন্তঃসত্তা। এ ঘটনায় রবিবার ৩ মার্চ নির্যাতিত মেয়ে বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মদনমোহনপুর চা বাগানের চা শ্রমিক সুন্দর রবিদাসের মানসিক প্রতিবন্ধী মেয়ে (২২)-এর সাথে একই চা বাগানের চা শ্রমিক শঙ্কর রবিদাসের ছেলে রাম কিশোন রবিদাস (৩০) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সুযোগে মেয়ে মা বাবা চা বাগানে কাজে যাওয়ার পর বাড়িতে একা পেয়ে রাম কিশোন রবিদাস তার সাথে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে ও সামাজিক বৈঠকের মাধ্যমে অন্তঃসত্ত্বা মেয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়।
চা শ্রমিক রাম সুন্দর রবিদাস বলেন, তার মেয়ে মানসিকভাবে প্রতিবন্ধী। পরিবারের লোককদের অনুপস্থিতিতে রাম কিশোন রবিদাস ঘরে একা পেয়ে প্রেমের ও বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। ফলে মেয়েটি গর্ভবর্তী হয়ে পড়ে।
অভিযোগ সম্পর্কে জানতে রাম কিশোন রবিদাসকে পাওয়া যায়নি। তবে তার ভাই রাজেশ রবিদাস বলেন, অভিযোগটি সঠিক নয়। তার ভাই এ ঘটনার সাতে জড়িত নয়। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মাধবপুর ইউপি সদস্য ছাবিদ আলী বলেন, অভিযোগ সত্য ছেলেটি লম্পট প্রকৃতির।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, অভিযোগটি সত্য। তিনি তার পরিষদের মাধ্যমে সামাজিক বৈঠক করে সুন্দর সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু অভিযুক্ত ছেলে ও তার পরিবার উপস্থিত হয়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান থানায় লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।