মৌলভীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০১৯, ১:২৫ অপরাহ্ণ
‘ভোটার হব, ভোট দিব’ এই শ্লোগান নিয়ে জাতীয় ভোটার দিবস পালন করেছে জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে গতকাল ১ মার্চ বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালীতে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুকন উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. নেছার আহমদ।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনজুর আলম প্রমুখ।