কমলগঞ্জে ৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ৪:১৮ অপরাহ্ণ
কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৩ পদে ৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ করা হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল (আনারস) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আব্দুল আহাদ মিনার (হাতুড়ে) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. সিদ্দেক আলী (তালা), রামভজন কৈরী (টিউবওয়েল), শাব্বির এলাহি (চশমা) ও আং মুয়ীন ফারুক (মাইক) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভিন আক্তার লিলিকে ফুটবল ও বিলকিস বেগমকে পদ্মফুল প্রতীক দেয়া হয়।
উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৭ ফেব্রুয়ারি। আজ ছিলো প্রতীক বরাদ্দের দিন।