মৌলভীবাজারে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৫২ অপরাহ্ণ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় দুই পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই প্রতীক বরাদ্দ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হাফিয আলাউর রহমান টিপু পেয়েছেন চশমা প্রতীক ও আব্দুল মতিন পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: শাহীন রহমানের প্রতীক পদ্মফুল, মিতা ভূঁইয়ার প্রতীক ফুটবল, মিলি আছিয়া রহমানের প্রতীক প্রজাপতী ও রাশিদা খান পেয়েছেন কলস প্রতীক।
উল্লেখ্য, সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় আগামী ১৮ মার্চ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মৌলভীবাজারে নির্বাচন অনুষ্ঠিত হবে।