কমলগঞ্জে চেয়ারম্যান পদে এক বিদ্রোহী প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৭ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে গতকাল চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর। বুধবার ২৭ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজারের জেলা রিটানির্ং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে যাছাই বাচাই ও আপিল শেষে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন। আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক রফিুকর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর, মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমদ (বুলবুল) ও ওয়ার্কার্স পার্টির মনোনিত আব্দুল আহাদ (মিনার)।
২৮ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন কমলগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহারের লিখিত আবেদন করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর বলেন, দলীয়ভাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা প্রত্যাহার করলাম।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, কমলগঞ্জের উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আব্দুল গফুর প্রার্থীতা প্রত্যাহার করেছেন।