মৌলভীবাজারে চেয়ারম্যান কামাল হোসেন, ভোট হবে ২ পদে
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ৬:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন প্রতিদ্বন্দ্বীহীন হিসেবে বৈধতা পেয়েছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহারের দিন শেষে ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন প্রত্যাহার করলেও এই পদে একাধিক প্রার্থী রয়ে গেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী একাধিক। এর ফলে আগামী ১৮ মার্চ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে দুইটি পদের। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এই নির্বাচনে লড়বেন ৬ প্রার্থী।
গত ১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। তিনি ছাড়া কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। গত ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই এর সময় বাতিল হয়ে যায় কামাল হোসেনের মনোনয়ন। কিন্তু কামাল হোসেন মনোনয়নপত্র বাতিল হওয়ায় আপিল করেন। গত ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাঁর প্রার্থীতা বৈধ করেন। আজ প্রত্যাহারের শেষ দিনে অপর দুই পদের একটি ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন এমদাদুর রহমান রেনু। কিন্তু রয়ে গেছেন হাফিয আলাউর রহমান টিপু ও আব্দুল মতিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও ভোটের মাঠে থাকছেন ৪ প্রার্থী।