মৌলভীবাজারে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ৬:০১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন এমদাদুর রহমান রেনু। এর ফলে নির্বাচনের মাঠে থাকছেন হাফিয আলাউর রহমান টিপু ও আব্দুল মতিন। তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেন নি। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্যাহার করেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন কামাল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, এমদাদুর রহমান রেনু, আব্দুল মতিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন শাহিন রহমান, মিলি আছিয়া রহমান, মিতা ভূঁইয়া ও রাশিদা খান। গত ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই এর সময় বাতিল হয় চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা খানের মনোনয়নপত্র। গত ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগে ৩ প্রার্থীই মনোনয়নের বৈধতা পান। আজ মনোনয়ন প্রত্যাহারের দিনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমদাদুর রহমান রেনু মনোনয়ন প্রত্যাহার করেন।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মনজুরুল হক জানান আজ ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।