কাউদিঘী হাওরের লাসো নদীতে স্লুইচগেট স্থাপনের দাবিতে মৌলভীবাজারে ইসকসের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওরের গোয়ালিকারা নামক স্থানে লাসো নদীতে স্লুইচগেইট স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের বাসিন্দারা। ইটা ইসলামি সমাজকল্যাণ সংস্থা (ইসকস) এর আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। পরে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন তাঁরা।
সংগঠনের সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহুর রহমান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ আহমদ চৌধুরী, বাপা মৌলভীবাজারের সভাপতি আ.স.ম সালেহ সোহেল, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শফিউর রহমান, পূর্বদিক ফাউন্ডেশনের পরিচালক শফিকুল আলম সুহেল, সাবেক যুবলীগ নেতা সালেহ আকরাম রিপন, ইটা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা গোলাম হোসেন, আখাইলকুড়া ইউপি কৃষকলীগের সভাপতি কয়েছ খান, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সদর শাখার সভাপতি আলমগীর হোসেন, ইসকসের উপদেষ্টা খাইরুল ইসলাম বাচ্চু, ইসকসের সহ সভাপতি রেজাউল করিম খসরু, অর্থ সম্পাদক জুয়েল আহমদ, কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. সোনা মিয়া, মুজাহিদ মিয়া, অনল ঘোষ, মখলিস মিয়া, আব্দুল জলিল।
মানববন্ধনে বক্তারা বলেন রাজনগর উপজেলার কাউয়াদিঘী হাওর অঞ্চলের গোয়ালিকারা নামক স্থানে লাসো নদীর মুখে স্লুইচগেট স্থাপনের দাবি দীর্ঘদিনের। এই স্থানে স্লুইচগেট স্থাপন করা হলে সুফল পাবে সদর উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের কৃষকরা। সদর উপজেলা কৃষি কেন্দ্রের তথ্য অনুযায়ী গোয়ালিকারায় স্লুইচগেইট স্থাপন হলে প্রায় এক হাজার একর অনাবাদি কৃষি জমি চাষাবাদের আওতায় আসবে। যার ফলে অতিরিক্ত ১৫ হাজার মেট্রিকটন ধান উৎপাদন হবে। কিন্তু এলাকাবাসীর তীব্র দাবি থাকা সত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ইতোমধ্যে এই স্থানে স্লুইচগেট স্থাপনের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি ও দাবি দাওয়া পেশ করা হয়েছে। বক্তারা দ্রুত স্লুইচগেট স্থাপনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। অন্যতায় হাওর পাড়ের কৃষকদের নিয়ে দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথাও জানান তাঁরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, ইসকসের যুগ্ম সম্পাদক রাজন আহমদ রাজু, আলি রাব্বী রতন, অফিস সম্পাদক রাফি খাঁন, কৃষি সম্পাদক আজমল, পাঠাগার সম্পাদক ইছফাক খাঁন সাদ ও নাহিদ আহমদ প্রমুখ।