মৌলভীবাজারে সাংবাদিকদের নিয়ে কর্মশালা সমাপ্ত
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ৪:১৮ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৫ ফেব্র“য়ারি সোমবার সকালে সার্কিট হাউজ হল রুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় এ কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, সির্ভিল সার্জন মো. শাহজান কবির চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল হক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ট্রেনিং ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম,পরিচালক মো. আবুজার গাফারী। সমন্বয়কারী কাজী ওমর খৈয়াম।
তিন দিনের এই সাংবাদিক কর্মশালায় ইলেকট্রনিক মিডিয়ার ৩১ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালা শেষে আজ অতিথিরা সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।