মৌলভীবাজারে চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ প্রতিদ্বন্দ্বীহীন কামাল হোসেনের
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ৪:০৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন আ’লীগ মনোনিত প্রার্থী মো. কামাল হোসেন। আজ সোমবার রিটার্নিং কর্মকর্তা আপিল শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বীহীন হওয়ায় কামাল হোসেন এবার শুধু ঘোষণার অপেক্ষায় থাকছেন। কামাল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট তপন পাল তপু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. কামাল হোসেন মৌলভীবাজার সদর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। এ পদে কেউ মনোনয়ন কিনেন নি। গত ২০ তারিখ মনোনয়ন যাচাই বাছাই এর সময় বাতিল হয়ে যায় তাঁর মনোনয়নপত্র। ফলে কার্যত শূণ্য হয়ে যায় চেয়ারম্যান পদের প্রার্থীর সংখ্যা। কামাল হোসেন মনোনয়ন ফিরে পেতে আপিল করলে আজ আপিল বিভাগ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
কামাল হোসেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।