বড়লেখায় টিলা কাটায় ট্রাক্টর চালককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৬ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় পরিবেশ আইন অমান্য করে টিলার মাটি কাটার অভিযোগে দুজনেক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর এলাকায় দীর্ঘদিন ধরে টিলার মাটি কাটা হচ্ছিল। স্থানীয়সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সেখানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। এসময় টিলা কাটায় জড়িত থাকায় লোকমান হাকিম নামে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় নূর উদ্দিন নামে আরো এক ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, টিলার মাটি কাটার কাজে জড়িত থাকায় এবং সরকারি কাজে বাধা প্রদান করায় দুজনকে জরিমানা করা হয়েছে। তিনি জানান, পাহাড় টিলা কাটা বন্ধে আমরা এর ক্ষতিকর দিক তুলে ধরে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে ইতিমিধ্যে মাইকিং করেছি। বিভিন্ন সভা সমাবেশে ও আমরা পাহাড় টিলা কাটার ধ্বংসাত্মক দিক তুলে ধরেছি।