ভাষা দিবসে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৩ অপরাহ্ণ
আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্থরের মানুষ। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এই পুস্পস্থবক অর্পণ করা হয়।
ভাষা শহীদদের স্মরণ করে প্রথমে শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। পরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এরপর একে একে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজার প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শিল্পলকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্থরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।