রাজনগরে বৃদ্ধার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৫৭ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি
রাজনগর থেকে তৈয়বুন্নেছা (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলার মাহতাবপুরের কালিমা ছড়া থেকে তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মেলাগড় গ্রামের মৃত আরজু মিয়ার স্ত্রী তৈয়বুন্নেছার (৭০) ৩ মেয়ে রয়েছে। ছেলে সন্তান না থাকায় মেয়েদের কাছেই থাকতেন। বিগত কয়েক বছর যাবত তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য প্রায়ই হারিয়ে যেতেন। পরে কামারচাক ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কালিমাছাড়ায় একটি লাশ পড়ে থাকতে দেখে মঙ্গলবার দুপুরে রাজনগর থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মেহদি হাসান বলেন, বৃদ্ধা মহিলার মানসিক সমস্যা ছিল। হয়তো পড়ে গিয়ে মারা গেছেন। লাশের গায়ে আঘাতের আলামত নেই। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।