চলে গেলেন বর্ণকুড়ীর ফেরিওয়ালা সূর্য দাস তপন
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৪:৩৮ অপরাহ্ণ
চা বাগানের হাজারো শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ‘বর্ণকুড়ীর’ ফেরিওয়ালা সূর্য দাস তপন (৪০) আর নেই। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও স্ত্রী রেখে গেছেন। আজ বিকেলে সৈয়ারপুর শ্বশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সূর্য দাস তপন পেশায় একজন ফটোগ্রাফার ছিলেন। স্টুডিওর পাশাপাশি অবসরে চা বাগানের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়াতেন শিক্ষার আলো। নিজ খরচে বিতরণ করতেন আদর্শলীপির বই। এক সময় নিজেই ‘বর্ণকুড়ি’ নাম দিয়ে রঙিন ‘আদর্শলিপি’ ছাপাতে শুরু করেন। ২০০১ সাল থেকে এই ‘বর্ণকুড়ি’ বিতরণ করেছেন মৌলভীবাজার জেলার দেওছড়া, মিরতিঙ্গা, ফুলছড়া, ভাড়াউড়া, মাইজদিহি, প্রেমনগর, গিয়াসনগর, ভুরভুরিয়ার ৮ চা-বাগানে।
চা বাগান ছাড়া হাওড় অঞ্চলেও বিতরণ করেছেন অনেক বই। তিনি প্রায় সাড়ে ১৪ হাজার ‘বর্ণকুড়ি’ বই শিশুদের হাতে পৌঁছে দিয়েছেন। সর্বশেষ মাইজদিহি চা বাগান ও প্রেমনগর চা বাগানে দুটি পাঠাশালার কার্যক্রম চলছিল তাঁর।