জুড়ীতে চেয়ারম্যান প্রার্থী ৩, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৭:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ৩ জন। এরা হলেন আ’লীগ মনোনীত গুলশান আরা মিলি, স্বতন্ত্র প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও এম.এ মুমিত ফারুক। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জুয়েল আহমদ, রিংকু রঞ্জন দাস, মো, আব্দুস শহীদ, গোলাম জাকারিয়া, মো. শামিম আহমদ, সুমন্ত বাউরি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরম জমা দিয়েছেন রঞ্জিতা শর্মা, আজিবুন খানম, শিল্পী বেগম বেগম।