উপজেলা পরিষদ নির্বাচন
কমলগঞ্জে তিন পদে ১১ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৭:০০ অপরাহ্ণ
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা ইমতিয়াজ আহমদ বুলবুল, আব্দুল গফুর, ওয়ার্কাস পার্টির আব্দুল আহাদ মিনার। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিদ্দেক আলী, সাব্বির এলাহী, রামবজন কৈরী, জয়নাল আবেদিন, মইন উদ্দিন ফারুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরম জমা দিয়েছেন পারভিন আক্তার লিলি, বিলকিছ বেগম।