উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় ৩ পদে ১৫ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৫১ অপরাহ্ণ
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন তাঁরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আ.স.ম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা এ.কে এম শফি আহমদ সলমান, সৈয়দ মহিউদ্দিন হোসেন, নবাব আলী নকি খান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আনজুমানে আল ইসলাহ মনোনীত কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, মতিউর রহমান মতই, মাহবুবুর রহমান মান্না, আহবাব হোসেন রাসেল, অরবিন্দু ঘোষ বিন্দু, আব্দুল আহাদ, রাজকুমার কালওয়ার, হুমায়ুন কবির শাহান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরম জমা দিয়েছেন নেহার বেগম, ফাতেহা আক্তার চৌধুরী পপি, শাহানা বেগম।