উপজেলা পরিষদ নির্বাচন
রাজনগরে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের কাছে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আছকির খান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা আ’লীগ সদস্য সাতির মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজান খান, জাসদ নেতা নুরে আলম জিকু ও অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আ’লীগের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অনাদি রঞ্জন দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহেদুজ্জামান আনছারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, লুৎফুর রহমান ও আলাল মিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক মুক্তি চক্রবর্তী, সুমাইয়া সুমী ও হাসনা আক্তার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১৬টি মনোনয়নপত্র জমা হয়েছে।