কমলগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৪:১২ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়ন এলাকায় কৃষি জমি থেকে কার্টনের ভেতরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৮ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় ভূমিগ্রামের মাদারীবনের রাস্তার পাশ থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমিতে কাজ করার সময় কার্টনের ভেতরে শিশুর লাশ দেখতে পান। বিষয়টি পুলিশে খবর দেয়া হলে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ শিশুর লাশ ফেলে গেছে তা কোন সন্ধান পাওয়া যায়নি।