বড়লেখায় সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচে বিয়ানীবাজারের জয়
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৩৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখায় সাবেক খেলোয়াড়দের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচে এক্স ইলিভেন বড়লেখাকে হারিয়ে এক্স ইলিভেন বিয়ানীবাজার জয়লাভ করেছে। আজ ১৬ ফেব্র“য়ারি শনিবার দুপুরে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতেই টসে জিতে ব্যাট করতে নামে এক্স ইলিভেন বড়লেখা। নির্ধারিত ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানে জয় তুলে নেয় বিয়ানীবাজার এক্স ইলিভেন।
এক্স ইলিভেন বড়লেখার হয়ে মাঠে খেলেন-রেজাউল ইসলাম মিন্টু, কবিরুজ্জামান চৌধুরী, লুৎফুর রহমান চুন্নু, খয়রুল ইসলাম নুনু, বদরুল ইসলাম মনু, ছয়ফুল হক, লিটন শরীফ, হারুনুর রশীদ বাদশা (অধিনায়ক), আব্দুল মান্নান চৌধুরী নোমান, জিয়াউল হক শিপার, মেহেদী হাসান রাসেল, নোমান আহমদ, সুমন আহমদ, লিটন পাল। অন্যদিকে এক্স ইলিভেন বিয়ানীবাজারের হয়ে মাঠে খেলেন-জাবেদ আহমদ, জহির আহমদ, এনাম উদ্দিন, ডালিম মাহমুদ (অধিনায়ক), জুনেদ খান, কবির আহমদ, আবিদ হোসেন, ছাব্বির হোসেন, মাহবুব হোসেন, রাসেল আহমদ, খালেদ আহমদ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
সাবেক ক্রিকেটার লুৎফুর রহমান চুন্নুর সভাপতিত্বে ধারাভাষ্যকার ইকবাল হোসেন ও এবি সিদ্দিকী দুলালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ।