পূর্বদিক পত্রিকা অফিসে চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিয আলাউর রহমান টিপু
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৮:১৯ অপরাহ্ণ
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলায় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, মৌলভীবাজার জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন। আজ সন্ধ্যায় অফিসে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাফি চৌধুরী, পত্রিকার স্টাফ মাছুম আহমদ তাক্কিম।
পত্রিকা অফিসে আসলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কামাল হোসেন। এ সময় তিনি বলেন, পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। এছাড়া এ অফিসের সাথে যারা জড়িত সকলেই আমাদের আত্মার আত্মীয়। তিনি আগামী নির্বাচনে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আহমদ, সমকাল পত্রিকার নূরুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক আলী হোসেন রাজন, ভোরের ডাকের এ এস কাঁকন, জেলা আল ইসলাহ’র সহসাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজিত দাশ. জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গৌস উদ্দিন নিক্সন, জেলা আল ইসলাহর অফিস সম্পাদক মাওলনা শফিকুল আলম সুহেল, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. নূরুল ইসলাম, জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ কামরান,কেন্দ্রীয় তালামীযের সদস্য নিলুর রহমান, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক রাজন আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক লোকমান খান নবীন, সমকাল সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি সেলিম আহমদ, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আহমদ প্রমুখ।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে পূর্বদিক পত্রিকা অফিসে আসেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদে বাংলাদেশ আনজ্ুমানে আল ইসলাহ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফিয আলাউর রহমান টিপু। এ সময় তাকে পত্রিকার স্টাফরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক।