মৌলভীবাজারে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৫৪ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় শিক্ষানুরাগী প্রয়াত সৈয়দ মনফর আলী স্মরণে এই বৃত্তি প্রদান করা হয়। এসময় গরীব ও মেধাবী ২০ জন ছাত্র-ছাত্রীকে নগদ টাকা ও সনদপত্র দেওয়া হয়।
ব্যবসায়ী হাজী আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে ও গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি আমিরুল ইসলাম শাহেদের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু অরবিন্দ পোদ্দার বাচ্চু, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রাজিব মিয়া।
এতে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মো. লতিফুর রহমান, হাজী ইলিয়াছ মিয়া মেম্বার, আইনজীবি সাইফুর রহমান, শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, মো. সেলিম মিয়া, আব্দুর রব, শিক্ষানুরাগী খালিছুর রহমান।