আ’লীগের দলীয় মনোনয়ন নিয়ে মৌলভীবাজার ফিরলেন কামাল হোসেন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন নিয়ে নিজ এলাকায় ফিরেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন। আজ বিকেল ৩টার দিকে জেলা শহরে পোঁছালে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ। এর আগে কামাল হোসেন শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর মাজার ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর কবর জিয়ারত করেন। পরে ভাষার মাস হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করেন কামাল হোসেন।
কামাল হোসেন বেলা ১টার দিকে ঢাকা থেকে শেরপুর আসেন। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য দেন কামাল হোসেন। উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি মসুদ আহমদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে অভ্যর্থনা জানান জেলা আ’লীগ নেতৃবৃন্দ।
এসময় সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদের পরিচালনায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সাবেক মহিলা সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ সভাপতি হোসনে আরা ওয়াহিদ, জাতীয় পরিষদ সদস্য মো. ফিরোজ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ফজলুর রহমান। উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকনসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।