মৌলভীবাজারে বাপার মনু নদ খনন প্রকল্প ও বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৪৩ অপরাহ্ণ
মনু নদ খনন প্রকল্প ও বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভা আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরের পৌরসভা বোর্ড মিলনায়তনে অনুৃষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতির দায়িত্ব পালন করেন বাপা মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক আসম সালেহ সুহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ফজলুর রহমান। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ডা. এম এ আহাদ, রাজনগর মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সাবেক ব্যাংকার সৈয়দ মোশাহিদ আলী, নাট্যকার আব্দুল মতিন, খালেদ চৌধুরী, সাংবাদিক আকমল হোসেন নিপু, আব্দুল হামিদ মাহবুব, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সালেহ এলাহী কুটি, নূরুল ইসলাম, আব্দুর রব, আফরোজ আহমদ, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন, কমিউনিস্ট পার্টির নেতা জহর লাল দত্ত, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মীর ইউসুফ, কবি পুলক কান্তি ধর, সাংস্কৃতিক কর্মী শাহাদৎ হোসেন, সাংবাদিক মুই ইমাদ দীন প্রমুখ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার মনু নদের সদর উপজেলার মনুমুখ থেকে মনু ব্যারেজ পর্যন্ত ২৩ কি:মি: খননের কার্যাদেশ বঙ্গ ড্রেজার লি: ও অপর একটি প্রতিষ্ঠান। ২৩ লাখ ৪০ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে এই খনন কাজ করার কথা। গত এপ্রিল মাস থেকে কার্যক্রম শুরু করার কথা থাকলেও গত অক্টোবর মাসের খনন কাজ শুরু করা হয়। এরপর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কারণে আবার বন্ধ হয়ে যায় । সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এ পর্যন্ত দুই থেকে আড়াই ভাগ কাজ হয়েছে। আগামী ২৩ মে কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও কাজের ধীর গতির ফলে প্রকল্পের এক চতুরাংশ কাজ হবে না বলে সচেতন মহলের আশঙ্কা। এ দিকে আগাম বর্ষা শুরু হলে প্রকল্পের টাকা ছয়নয় হওয়ার শঙ্কা প্রকাশ করেন বক্তারা।