শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার ছালানা ইজলাছ ১৫ ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৪০ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ছালানা ইজলাছ আগামী ১৫ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে স্থানীয় প্রশাসন,সাংবাদিকসহ সকল মহলের সহযোগীতা কামনা করে গতকাল রোববার দুপুরে মরহুম শায়খ লুৎফুর রহমান বর্ণভীর দৌহিত্র বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সভায় শেখ বদরুল আলম হামিদী বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও দেশ বিদেশের ওলামায়ে কেরাম এবং দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক লক্ষ দ্বীন-দরদী ধর্মপ্রাণ মসুলমানদের এই আর্ন্তজাতিক মহাসম্মেলনে আগমন ঘটবে। ওইদিনের জুম্মার বয়ান পেশ করবেন লন্ডনের ইকরা বাংলা টিভির চেয়ারম্যান ইমাম কাছিম রাশীদ ও নামাজের ইমামতি করবেন ভারতের বিশিষ্ট আলেমে দ্বীন স্যাইয়িদ আছজাদ মাদানী। শেষ রাত্রের জিকির আযকার শেষে মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন বরুনার বর্তমান পীর আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী।
তিনি বলেন,‘১৯৪১ সালে আল্লামা লুৎফুর রহমান বর্ণভী ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ প্রতিষ্ঠানে ৭০ জন শিক্ষক কর্মচারীর সক্রিয় তত্বাবধানে প্রায় দেড় হাজার ছাত্র/ছাত্রী ধর্মীয় ও জাগতিক জ্ঞান লাভ করেছে।
মতবিনিময়কালে উপস্থিতি ছিলেন মাওলানা সাইফুর রহমান, মাওলানা জাবেদ আহমদ, মাওলানা আহমদ বশীর, মিছমাহ উদ্দিন যুবায়ের ও নুর উদ্দিন ইয়াহইয়া।