মৌলভীবাজারে ভোক্তা অধিকারের ৮৮ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ৫:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের কমলগঞ্জ ও বড়লেখায় দুই দিনে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১১ ফেব্রুয়ারি সোমবার ও গতকাল রোববার এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
গতকাল রোববার দুপুর ১টা থেকে বড়লেখা উপজেলার শাহবাজপুর, নিজবাহাদুরপুর, আলিনগর এলাকাসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি ইটভাটাকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সকাল ১০টা ধেকে নির্ধারিত পরিমাপের ইট তৈরি না করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মিষ্টিতে পোকা পরে থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও পাউরুটি দিয়ে নতুন করে পাউরুটি তৈরি করাসহ বিভিন্ন অপরাধে কমলগঞ্জ উপজেলায় স্টেশন রোডে অবস্থিত মন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, চৌমহনীতে অবস্থিত ফার্স্ট টাইম বেকারীকে ১০ হাজার টাকা, ভানুগাছ বাজার অবস্থিত চার ভাই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।