ফের মৌলভীবাজার শহরের কোদালীছড়া খনন শুরু
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬ অপরাহ্ণ
১ বছর পর মৌলভীবাজার শহরের পানি নিস্কাশণের অন্যতম পথ কোদালীছড়ায় ফের খনন কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। গত শনিবার থেকে পৌরসভার নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত বছর প্রায় ৪ কিলোমিটার কোদালীছড়া খনন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছর মৌলভীবাজার পৌর এলাকার কোদালীছড়ায় ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় প্রায় ৪ কি:মি: খনন করা হয়। নানা প্রতিকূলতার কারণে গত বছর মৌলভীবাজার প্রেসক্লাবের সন্নিকট থেকে ফাটাবিল পর্যন্ত খনন করা যায়নি। পৌরসভা কর্তৃপক্ষ গতবারের অসম্পন্ন কাজ সমাপ্ত করতে তাদের নিজস্ব অর্থায়নে খনন কার্যক্রম শুরু করেছে। পৌর এলাকার ফাটাবিল থেকে প্রেসক্লাব পর্যন্ত কোদালীছড়ার প্রায় দেড় কি.মি.সহ আরো কিছু কিছু স্থান খননে পৌরসভার নিজস্ব এক্সেভেটর দিয়ে ছড়া খননে তেল ও শ্রমিক বাবত প্রায় ৫ লাখ টাকা খরচ হতে পারে।
গতকাল রোববার দুপুরে খনন কার্যক্রম পরির্দশন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পৌর মেয়র মো. ফজলুর রহমান সাংবাদিকদের জানান, জলাবদ্ধতা মৌলভীবাজার শহরের প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছিল। এই সমস্যা নিরসনে গত বছর থেকে খনন কার্যক্রম পরিচালনা করায় জেলা শহরের অনেক স্থান গত বর্ষা মৌসুমে জলাবদ্ধতামুক্ত ছিল। এ বছর পৌর এলাকার কোদালীছড়ার অবশিষ্ট অংশে খনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা মুক্ত হবেন শহরবাসী। এতে এ বছর পৌরসভার তহবিল থেকে ৫ লাখ টাকা খরচ হতে পারে।