বড়লেখায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৩৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা একটায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বড়লেখা পৌরশহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের ডাকবাংলো প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী সোয়েব আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ।
এসময় সোয়েব আহমদ বলেন, তৃণমূলের নেতাকর্মীর মতামত উপেক্ষা করে কালো টাকার বিনিময়ে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। আমাকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে আপনারা আমাদের প্রিয় সভানেত্রী শেখ হাসিনার বরাবরে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাবরে দলীয় মনোনয়ন প্রত্যাখান করে যে দাবিটুকু জানিয়েছেন, আমি আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করলাম। বক্তব্যের একপর্যায়ে সোয়েব কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত অনেক নেতাকর্মীরাও অঝোরে কাঁদতে থাকেন। তিনি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আপনার যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মেনে নেবো।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ত্যাগী নেতাকে বাদ দিয়ে কেন্দ্রের এই হটকারী সিদ্বান্ত আমরা প্রত্যাখ্যান করলাম। সেই সাথে রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন আগামী ২৪ ঘন্টার মধ্যে বাতিল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে মনোনয়ন দেওয়ার দাবি করছি। এই দাবি সমস্ত নেতা-কর্মীর প্রাণের দাবি। দল ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হলে সোয়েব ভাইকে মনোনয়ন দিতে হবে। অন্যতায় সতন্ত্র প্রার্থী হিসেবে সোয়েব আহমদকে নিয়ে আমরা নির্বাচন করব। জনতার নেতাকে ভোটের মাধ্যমে জয়ী করে এই হটকারী সিদ্ধান্তের জবাব দেওয়া হবে।