মৌলভীবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক পান্না দত্ত
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ৩:১৮ অপরাহ্ণ
সদ্য ঘোষিত মৌলভীবাজার জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ২য় যুগ্ম সম্পাদক করা হয়েছে মৌলভীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পান্না দত্তকে। গত শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা সভাপতির ফেসবুকের মাধ্যমে প্রকাশ হয়।
পান্না দত্ত যুগ্ম সম্পাদক হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিনি এর আগে জেলা যুবলীগের সহ প্রচার প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়াও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
পূর্বদিকের সাথে আলাপকালে পান্না দত্ত জানান, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন থেকে যুবলীগের রাজনীতির সাথে যুক্ত আছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতেও যুবলীগের একজন হয়ে কাজ করে যাবো।
উল্লেখ্য গত ৪ মে ২০১৭ সালে জেলা যুবলীগের সম্মেলনে ভোটের মাধ্যমে যুবলীগের সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনের নাম ঘোষণা করা হয়। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত প্রকাশিত কেন্দ্রীয় যুবলীগের প্যাডে ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।