শ্রীমঙ্গলে চা শ্রমিক খুন
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৯, ১:১৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথা কাটাকাটির জের ধরে সুধীর হাজরা (৫৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। গতকাল ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত দশটার দিকে নিহত সুধীর হাজরার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় একই এলাকার সঞ্জু গড়ের (২৫)। কথা কাটাকাটির এক পর্যায়ে সঞ্জু কাঠের বর্গা দিয়ে সুধীর হাজরার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুধীর হাজরা মারা যান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।