মৌলভীবাজারের ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৩১ অপরাহ্ণ
মৌলভীবাজারের সদর উপজেলার বিভিন্ন এলাকায় ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতাল অভিযানকালে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, বাটখারা ও ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করাসহ বিভিন্ন অপরাধে সিলেট রোডে অবস্থিত এলাহি সবজি ভান্ডারকে ৫ হাজার টাকা, কুসুমবাগে অবস্থিত বিসমিল্লাহ সবজি আড়ৎ কে ৩ হাজার টাকা, ত্রৈলোক্য বিজয়ে অবস্থিত মশাহিদ মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকা, সরকার বাজারে অবস্থিত জুয়েল মিয়ার সবজির দোকানকে ২ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত শহিদ মিয়ার সবজির দোকানকে ৮ শত টাকাসহ মোট ১১ হাজার ১ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।