পদক পেলেন মৌলভীবাজার এসপি শাহ্জালাল ও এএসআই বিকাশ
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পদক পেয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বিপিএম। অপরদিকে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেলেন মৌলভীবাজার মডেল থানার এএসআই বিকাশ।
আজ ৪ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস এ ‘পুলিশ সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসপি শাহ্জালাল ২০১৫ সালের ৬ জুলাই মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পুলিশ সপ্তাহ ২০১৮ তে তিনি প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা’ পদকে ভূষিত হন।