মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজার পৌর শহরের সেন্ট্রাল রোডে আজ সোমবার সকালে সিএনজি চালিত অটোরিক্সার চাকা খোলে মছব্বির বখস উরফে মতি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মছব্বির সদর উপজেলার কসবাহ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে কুসুমবাগ হতে সিএনজি চালিত অটোরিক্সা সেন্ট্রাল রোড হয়ে চৌমোহনার দিকে আসছিল। শহরের রহমানীয়া টাওয়ারের সামনে আসা মাত্রই সিএনজি’র চাকা খুলে পাশে থাকা পৌরসভার ময়লা বহনকারী ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে সামনের সিটে বসা মছব্বির মিয়া গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু বরণ করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।